শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি পুরান ঢাকার বিভিন্ন মোড়, রাস্তা প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
জবি কেন্দ্রীক শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগ ছাড়াও পুরান ঢাকার এলাকাবাসী অংশগ্রহণ করেন।
পুরান ঢাকার ঐতিহ্য ধরে রাখতে ৪০টি প্রতিষ্ঠান যেমন ব্যবসায়ী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনগুলো এতে অংশগ্রহণ করে।
শোভাযাত্রায় পুতুল, পাখি, বাঘ, পেঁচা ও রাজা-রানীর মুখোশ, ঘোড়া ও অন্যান্য লোকজ ঐতিহ্য উপস্থাপন করা হয়। এছাড়াও বিগত বছরগুলোর মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য বাঘ ও বক, হাতি, কচ্ছপ ও খরগোশ শোভাযাত্রায় স্থান পেয়েছে।
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
ডিআর/জেডএস