শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিমুলতলা মাঠে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন- বরগুনা জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলম ও পুলিশ সুপার বিজয় বসাক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুজ্জামান, সিভিল সার্জন যসীম উদ্দিন, মেয়র শাহাদাত হোসেন ও মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
আরবি/