ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনায় ৩ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
খুলনায় ৩ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু বৈশাখী মেলা উদ্বোধন

খুলনা: বাংলা নববর্ষ উপলক্ষে লোক সংস্কৃতির চর্চা ও বিকাশে খুলনার আব্বাসউদ্দীন একাডেমি তিনদিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছে। 

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় মহানগরীর জাতিসংঘ শিশু পার্কে এ মেলা শুরু হয়।  

প্রধান অতিথি থেকে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের প্যানেল মেয়র-৩ রুমা খাতুন।

 

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও মেলা উদযাপন কমিটির আহ্বায়ক হাসান আহমেদ মোল্লা।  

স্বাগত বক্তব্য রাখেন আব্বাসউদ্দীন একাডেমির সাধারণ সম্পাদক মো. এনামুল হক বাচ্চু। খুলনা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে তিনদিনব্যাপী এ মেলার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের শীর্ষ অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।  

মেলার উদ্বোধনের পর বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য ৠালি বের করা হয়। নেচে-গেয়ে, মুখে রং লাগিয়ে নানা রঙে সেজে ৠালিতে অংশগ্রহণ করেন শিল্পী ও অতিথিরা।   

আব্বাসউদ্দীন একাডেমির সাধারণ সম্পাদক মো. এনামুল হক বাচ্চু বাংলানিউজকে বলেন, তিনদিনব্যাপী এ মেলায় প্রতিদিন চিরায়ত বাংলার ঐতিহ্যের ধারক বাউল, ভাটিয়ালি, জারি, সারি, কবিগান, লাঠিখেলা, লোক নাটক ও নৃত্য নাট্যসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করা হবে।  

মেলাটি প্রায় শত বছরের বৈশাখী মেলা হিসেবে খুলনা অঞ্চলে পরিচিত। মেলায় ৬০টির বেশি স্টল রয়েছে। বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা।  

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।