ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

বেনাপোল বন্দরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
বেনাপোল বন্দরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

বেনাপোল (যশোর): ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে বেনাপোল বন্দরে পহেলা বৈশাখের বর্ষবরণ উদযাপিত হয়েছে।  

বেনাপোল পৌরসভার আয়োজনে সকালে বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।  

এসময় দেশের প্রাচীনতম এ মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মুখে শোভা পায় বৈচিত্র্যময় মুখোশ।

এছাড়া বাঙালিপনায় বিভিন্ন মনমুগ্ধকর সাজে নিজেদেরকে উপস্থাপন করেন তারা। ৠালি শেষে বেনাপোল বলফিল্ড মাঠে শুরু হয় পান্তা খাওয়ার অনুষ্ঠান। পরে পৌরসভার বলফিল্ড মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে মানুষের ঢল নামে।  

এছাড়া স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যালয়ও সাজানো হয়েছিল নান্দনিকভাবে। কোনো কোনো সংগঠন রাস্তার পাশে দেয়ালে রঙের আঁচড়ে ফুটিয়ে তুলেছিল চিরায়ত বাংলার রূপ।

এদিকে উপজেলা পরিষদের আয়োজনে ও শার্শা বাজারে সকালে ৠালি ও পান্তার আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চলছে বৈশাখবরণ।  

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।