ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

প্রেসক্লাবে নববর্ষ উদযাপিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
প্রেসক্লাবে নববর্ষ উদযাপিত নববর্ষ উদযাপন উপলক্ষে সাজানো হয়েছে জাতীয় প্রেসক্লাব চত্বর; ছবি-বাংলানিউজ

ঢাকা: এসো এসো এসো হে বৈশাখ... গানসহ গ্রাম বাংলার নানা গান। পুতুল নাচ,লাঠিসহ বিভিন্ন ধরনের খেলাধুলার অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ২১২৪ উদযাপন করছে জাতীয় প্রেসক্লাব।

নিরাপত্তা উপলক্ষ্যে পল্টন মোড় থেকে বন্ধ থাকা রাস্তা পেরিয়ে শুক্রবার ১০টায় জাতীয় প্রেসক্লাবে পৌঁছাতেই দেখা গেলো বাঁশের চালি দিয়ে বানানো কুলা,চালুন, শুভ নববর্ষ লেখা প্লেকার্ড এবং বিভিন্ন রকম ফুল দিয়ে সাজানো হয়েছে প্রেসক্লাব প্রাঙ্গণ।

সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন সভাপতি মুহম্মদ শফিকুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক ফরিদা ইয়াসমিন।

সাধারণ সম্পাদক ফরিদা ইসয়াসমিন বাংলানিউজকে বলেন,পুরনো সব হিংসা বিবাদ ভুলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে আমাদের অনুষ্ঠান।

প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।  

জাতীয় প্রেসক্লাবের মাঠে আয়োজিত অনুষ্ঠানে বর্ষবরণ সঙ্গীত, পুতুল নাচ, পুঁথি পাঠ,বাউল এবং জারিগান রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।