ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ফেনীতে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
ফেনীতে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা ফেনীতে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা

ফেনী: ফেনীতে বর্ষবরণ উপলক্ষে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন।

বুধবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনীর সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জাহানারা বেগম সুরমা।

এসময় উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমার বিকম, ফেনী পৌর সভার মেয়র হাজী আলাউদ্দিন প্রমুখ।

মেলায় অংশগ্রহণ করে মোট ২৫টি স্টল। এসব স্টলে থাকছে গ্রাম বাংলার ঐতিহ্যের নানা আয়োজন।

এছাড়াও মেলায় প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকছে সাংস্কৃতিক আয়োজন। এতে অংশগ্রহণ করছে ফেনীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

ছুটির দিন হওয়ায় এবারের পহেলা বৈশাখে বিরাজ করছে বাড়তি আমেজ।

এদিকে ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় খৈ, মুড়ি, মুড়কি, পান্তাসহ নানা ধরনের খাওয়ার আয়োজন, বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।

একইভাবে জেলার অন্য উপজেলাগুলোতে নানা আয়োজনে বর্ষবরণ হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
এসএইচডি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।