ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

পহেলা বৈশাখে মানিকগঞ্জে মঙ্গল শোভাযাত্রা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
পহেলা বৈশাখে মানিকগঞ্জে মঙ্গল শোভাযাত্রা বাংলা নববর্ষে মানিকগঞ্জে শোভাযাত্রা অনুষ্ঠিত; ছবি-বাংলানিউজ

মানিকগঞ্জ: পহেলা বৈশাখ উপলক্ষে মানিকগঞ্জ জেলা শহরে অনুষ্ঠিত হয়েছে মঙ্গল শোভাযাত্রা। মানিকগঞ্জ জেলা প্রশাসন ও পৌরসভা পৃথকভাবে এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে।

শুক্রবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বৈশাখী শোভাযাত্রার আয়োজন করা হয়। অপরদিকে সকাল সাড়ে ৯ টার দিকে পৃথক একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে মানিকগঞ্জ পৌরসভা।

শহরে নানা শিল্পকর্মে সজ্জিত এই শোভাযাত্রা ঢোলের তালে নাচে গানে মুখরিত করে তোলে সংস্কৃতিমনা শিশু ও বৃদ্ধসহ সব শ্রেণীপেশার মানুষকে।

এছাড়াও পহেলা বৈশাখ উপলক্ষে জেলার বিভিন্ন এলাকায় আয়োজন করা হয়েছে বৈশাখী মেলার। এ মেলায় অনুষ্ঠিত হবে ঘুড়ি উৎসব, লাঠি খেলা, বাউল গান, জারি গান ও চড়ক পুজা।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।