শুক্রবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পথচারী সৈকত জানান, যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় রাস্তা পারাপারের সময় একটি বাস শিশুসহ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে ধাক্কা দেয়।
তিনি জানান, এ দুর্ঘটনায় আহত আরেকজনের অবস্থা তেমন গুরুতর নয়।
ঢামেকে পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মৃত শিশুর পরনে শার্ট ও প্যান্ট ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
এজেডএস/এএটি/আইএ