শুক্রবার (১৪ এপ্রিল) লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাশেল শিশু পার্কে বর্ষবরণ মেলায় এ লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় মেলা প্রাঙ্গনে উপস্থিত ছিলেন- সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল আলম সরকার।
১৭৮১ সালে পুতুল নবাব সুজাউদ্দৌলার আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অত্যাচারী দেবী সিংহকে পুণির্য়া, রংপুর ও দিনাজপুরের লিজ দেয়। খাজনার বদলে কৃষকদের জীবন পর্যন্ত কেড়ে নিতেন দেবী সিংহ। এমনকি ৭৬ সালের মন্বন্তরের সময়ও প্রজারা দেবী সিংহের অত্যাচারের হাত থেকে রক্ষা পাননি। অত্যাচারী দেবী সিংহের অত্যাচারে অতিষ্ট প্রজা সাধারণ মুক্তির পথ খুঁজছিল।
এ সময় কৃষকরা সবাই নুরুলউদ্দিন (নূরলদীন) নামে এক ব্যক্তিকে তাদের পরিচালক নির্বাচিত করে তাকে নবাব বলে ঘোষণা করে বিদ্রোহী হয়ে উঠে। সেই সময় বৃহত্তর রংপুর দিনাজপুর অঞ্চলের কৃষকদের প্রতিবাদী খাঁটি তৈরী করেন সে সময়ের আলোচিত লালমনিরহাটের সদর উপজেলার মোঘলহাট এলাকায়।
নুরলদীন মোঘলহাট ঘাটিতে এসে অত্যাচারিত কৃষকদের সংগঠিত করে গড়ে তোলে লাঠিয়াল বাহিনী। তার বাহিনীর লাঠির কসরতে নতজানু হয়ে পড়ত অত্যাচারী দেবী সংহের বাহিনী। সেই নুরলদীন আজ নেই, আছে তার লাঠিয়াল বাহিনী। সেই বাহিনীর কসরতও আছে গ্রাম বাঙ্গলার প্রতিটি প্রাণে।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এনটি