শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। বাবু উপজেলার ঝাঝাডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আমির মজিদসহ বিজিবির একটি দল সকালে মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের পারকৃষ্ণপুর গ্রামে অভিযান চালায়। এ সময় বাবু নামে এক মোটরসাইকেল আরোহীর গতিরোধ করে তল্লাশি চালিয়ে ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ১ কোটি ২১ লাখ টাকা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আমির মজিদ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
আরবি/এসএইচ