ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে নাদের হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে বলে স্বজনদের অভিযোগ।

শুক্রবার (১৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নাদেরের শ্যালক শরিফুল ইসলাম সুমন জানান, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে নাদেরের সঙ্গে তার মামা নুর উদ্দিন ওরফে শুক্রমিয়ার বিরোধ চলছিল।

দুপুরে কামরাঙ্গীরচরে বড়গ্রামের বড় মসজিদের সমানে নাদেরের মামার ছেলেসহ পাঁচজন তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন। নাদের চার সন্তানের জনক বলেও জানান তিনি।

নিহত নাদেরের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
এজেডএস/এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।