ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে নানা আয়োজনে বাংলা নববর্ষ-১৪২৪ উদযাপন করা হচ্ছে।

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সোয়া ৭টায় জেলা প্রশাসনের আয়াজনে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসনের কার্যালয় থেকে শুরু হয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলা প্রদক্ষিণ করে লিচুতলায় গিয়ে শেষ হয়।

এরপর লিচুতলার পাশে ঐতিহ্যবাহী ইদ্রাকপুর কেল্লার পাদদেশে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা আয়োজন করা হয়।

এছাড়াও, জেলার বিভিন্ন এলাকায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা বসেছে শহরের লঞ্চঘাট, মিরকাদিম, টঙ্গীবাড়ির আব্দুল্লাহপুর, আউটশাহী, শ্রীনগর, সিরাজদিখানসহ জেলার বিভিন্ন জায়গায়।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।