ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

নোবিপ্রবিতে নানা আয়োজনে নববর্ষ উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
নোবিপ্রবিতে নানা আয়োজনে নববর্ষ উদযাপন নোবিপ্রবিতে নানা আয়োজনে নববর্ষ উদযাপন

নোয়াখালী: দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় খেলার মাঠে এসে শেষ হয়।

এতে সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদ উপস্থিত ছিলেন।

পরে উপাচার্য ফিতা কেটে খেলার মাঠে আয়োজিত বৈশাখী মেলার উদ্বোধন করেন। সেখানে উপাচার্য বাংলা নববর্ষের সার্বজনীনতা এবং বাঙালির চিরাচরিত সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর ড. জিনাত হুদা। স্বাগত বক্তব্য রাখেন, উপ-উপাচার্য প্রফেসর ড. মো.আবুল হোসেন।

এছাড়‍াও উপস্থিত ছিলেন- নোবিপ্রবি’র বিভিন্ন অনুষদ সমূহের ডিন, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, দপ্তর সমূহের পরিচালক, বঙ্গবন্ধু পরিষদ ও স্বাধীনতা শিক্ষক পরিষদের আহ্বায়কবৃন্দ, নোবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।