শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে নওগাঁ-ঢাকা বাসস্ট্যান্ড আবকাশ হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। আলাউদ্দিন বরিশাল জেলার কাউনিয়া উপজেলার চর আইশা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
নওগাঁ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নওগাঁ-ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এসময় দুই হাজার পিস ইয়াবাসহ আলাউদ্দিনকে আটক করা হয়।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থামায় একটি মাদক আইনে মামলা করা হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) তাকে কোর্টে তোলা হবে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
এনটি