শুক্রবার (১৪ এপ্রিল) দুপুর ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মিন্টু সদর উপজেলার উত্তর বঠিনা গ্রামের সমির উদ্দিনের ছেলে।
আহতরা হলেন- নঈম, ফাতেমা, নুর ইসলাম, লিয়াকত, খোরশেদ ও জিন্না। তাদের ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, কালিকাগাঁও গ্রামের নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে এক একর জমি ভোগ দখল করে আসছিলেন। দুপুরে একই গ্রামের প্রবার উদ্দিন ওই জমি নিজের দাবি করে চাষ দিতে যান। এসময় নুরুল ইসলামের লোকজন বাঁধা দেন। এ নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বল্লমের আঘাতে নুরুল ইসলামের ভাগ্নে মিন্টু ঘটনাস্থলেই মারা যান এবং আরও ছয় জন আহত হন।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে জানান, তদন্ত সাপেক্ষে দেষীদের আইনের আওতায় আনা হবে।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
এনটি