ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

তারণ্যের শক্তিই রুখবে সব অশুভ ছায়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
তারণ্যের শক্তিই রুখবে সব অশুভ ছায়া বক্তব্য দিচ্ছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী-ছবি: বাংলানিউজ

ফেনী: তারুণ্যের জয়গান গেয়ে মঞ্চনাটক এবং টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী রোকেয়া প্রাচী বলেছেন, দেশের ওপর অশুভ ছায়া পড়েছে, এ অশুভ শক্তি চায় সোনার বাংলার উন্নয়নকে নস্যাৎ করতে। এ ছায়াকে রুখতে প্রয়োজন তারুণ্যের শক্তি। একমাত্র তারুণ্যের শক্তিই পারে সব অশুভ ছায়াকে দূর করতে।

শুক্রবার (১৪ এপ্রিল) ফেনী সরকারি কলেজে প্রাঙ্গণে বর্ষবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রোকেয়া প্রাচী বলেন, আমার সৌভাগ্য এ কলেজটিতে আমার বাবা পড়াশুনা করেছেন, দীর্ঘ বছর পরে এই কলেজের উৎসবের মঞ্চে দাঁড়িয়ে আমি কথা বলতে পারছি।

সব আন্দোলনেই তরুণরাই নেতৃত্ব দেবে, চাই সে স্বশস্ত্র আন্দোলন কিংবা নিরস্ত্র আন্দোলন। অথবা সাংস্কৃতিক আন্দোলন।

তিনি আরও বলেন, দীর্ঘ মঞ্চজীবন আর টেলিভিশনের পর্দায় একজন সাংস্কৃতিক আন্দোলনের কর্মী ছিলাম, দেখেছি তারুণ্যের শক্তি। এখন চাইবো সাংস্কৃতিক আন্দোলনের পাশাপাশি তৃণমূলের মানুষের পাশে থাকতে। মা-মাটির পাশে থেকে গ্রামের মেঠো পথের উন্নয়ন করতে। চাইবো নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে তৃণমূলের মানুষগুলোর সেবা করতে।

কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।

উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক আবু নসরসহ কলেজের অন্যান্য শিক্ষকরা। অংশগ্রহণ করে কলেজের সব বিভাগের শিক্ষার্থী ও অভিভাবকরা।

সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে এ কলেজ প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। শোভা যাত্রাটিতে অংশগ্রহণ করে কলেজের কয়েক হাজার শিক্ষার্থীসহ সব শিক্ষক ও অভিভাবকরা।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
এসএইচডি/এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।