শুক্রবার (১৪ এপ্রিল) বেলা ১২টায় কুড়িগ্রাম পৌরসভা চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. জাফর আলী।
এসময় অন্যান্যের মধ্যে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মণ্ডল, কুড়িগ্রাম পৌরসভার মেয়র আব্দুল জলিল, সাবেক মহিলা এমপি আহমেদ নাজমীন সুলতানা নাজলী, সাঈদ হাসান লোবান, মহিলা আওয়ামী লীগ নেত্রী মনিরা ইসলাম, ফাল্গুনী তরফদার প্রমুখ।
মেলায় কুটির ও কারু শিল্প, হস্তশিল্প, মাটির তৈরি খেলনা ও তৈজসপত্রসহ বিভিন্ন পণ্য সামগ্রীর পসরা সাজিয়ে বসেছে ৪০টি দোকান।
কুড়িগ্রাম পৌর মেয়র আব্দুল জলিল বাংলানিউজকে জানান, গ্রাম বাংলার ঐতিহ্য মেলা, আর মেলার প্রাণ হচ্ছে গ্রামীণ ঐতিহ্য লালিত বিভিন্ন পণ্য সামগ্রী। হস্ত ও কারশিল্পের বিকাশের সুযোগ সৃষ্টির জন্য মাসব্যাপী এ মেলায় পৃষ্ঠপোষকতা করছে কুড়িগ্রাম পৌরসভা।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
এএটি/এসএইচ