শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাচ্চু জেলার বিজয়নগর উপজেলার আইরল গ্রামের বাসিন্দা।
সরাইল বিশ্বরোড হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির বাংলানিউজকে জানান, বাচ্চুসহ কয়েক যুবক কিশোরগঞ্জের ভৈরব থেকে বৈশাখী মেলা ঘুরে পিকআপ ভ্যানে গান বাজিয়ে নাচানাচি করে মহাসড়ক অতিক্রম করছিলেন। এক পর্যায়ে বাচ্চু পিকআপ ভ্যান থেকে পড়ে যায়। এসময় দ্রুতগামী কোন একটি যান তাকে চাপা। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
এনটি