এ কারণে বিকেল সাড়ে চারটা বাজতে না বাজতেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীদের ভিড়ে হাতিরঝিল জনস্রোতে পরিণত হয়।
এ যেন তরুণ-তরুণী, কিশোর- কিশোরী, প্রেমিক-প্রেমিকার মিলন মেলা।
সরেজমিন দেখা গেছে, প্রিয় মানুষটির হাত ধরে হাঁটছেন অনেকেই।
আবার কেউ ব্রিজের ওপর দাঁড়িয়ে কথা বলছেন। কোথাও যেন ফাঁকা জায়গা নেই। দিনটিকে স্মরণীয় করে রাখতে ছবির পাশাপাশি সেলফি তুলছেন দর্শনার্থীরা।
এদিকে হাতিরঝিলের এফডিসি গেটের বাস ও ওয়াটার (ট্যাক্সি সার্ভিস) বাসগুলোতে টিকিটের জন্য যাত্রীদের ছিলো দীর্ঘ লাইন। অতিরিক্ত গরমে দর্শনার্থীদের মধ্যে ক্লান্তির ছাপ দেখা গেলেও মনের আনন্দের কাছে এ যেন কিছুই না। একই অবস্থা গুলশানসহ অন্যান্য বাস ও ওয়াটার বাস কাউন্টারগুলোতে।
ফলে শিশুদের হাতিরঝিল দেখাতে এসে ভোগান্তিতে পড়তে হয়েছে বাবা মাকে। রাজধানীর উত্তরা থেকে সন্তানদের নিয়ে আসা অপূর্ব কুমার বাংলানিউজকে বলেন, পৌনে এক ঘণ্টা লাইনে দাঁডিয়ে ওয়াটার বাসের টিকিট পেয়েছি। এতে আমার ছেলে-মেয়ে ক্লান্ত হয়ে পড়েছে। তারপরও নতুন বছর উপলক্ষে এটা আমার কাছে কোনো কষ্ট মনে হচ্ছে না।
বাবা-মার সঙ্গে ঘুরতে আসা উদয়ন স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আহাদ বলে, হাতিরঝিলে এসে অনেক মজা করেছি, বাসে চড়েছি, ওয়াটার বোটে চড়েছি। অনেক ভাল লেগেছে।
মতিঝিল থেকে প্রেমিকের সঙ্গে আসা সুমাইয়া আয়েশা শিমু বলেন, নববর্ষ সেলিব্রেট করতে ঘুরতে এসেছি। অনেক ভাল লাগছে।
বাসের কন্ট্রাক্টর লিটন হায়দার বাংলানিউজকে বলেন, নববর্ষের ছুটির কারণে হাতিরঝিলে ঘুরতে এসেছি। আজকের মতো এতো মানুষের ভিড় আর কোনোদিন দেখিনি।
এদিকে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাবসহ নিরাপত্তা বাহিনীদের টহল দিতে দেখা গেছে।
বাংলাদেশ সময়: ২৩২৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
এমএফআই/এএটি/আরএ