শুক্রবার (১৪ এপ্রিল) বিকেল পৌনে তিনটার সময় এ দুর্ঘটনা ঘটে। আকবর আলী ফকির উপজেলার মহিষমারি গ্রামের মৃত ফেলু ফকিরের ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, আকবর আলী বিকেল পৌনে তিনটার দিকে তার নিজ ঘরে বৈদ্যুতিক পাখা চালু করার জন্য সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।
এসময় বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, ১৫ এপ্রিল, ২০১৭
আরএ