শুক্রবার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে ভুরুঙ্গামারী থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করেছেন শিশুটির বাবা। মাসুদ রানা পাটেশ্বরী এলাকার বাসিন্দা মফিজুল হকের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপনের আনন্দ আয়োজনে সারা দেশের মত কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় রঙ খেলায় মেতে ওঠে শিশুরা।
এ আনন্দ উৎসবে মেতে ওঠে ভুরুঙ্গামারী উপজেলার পাটেশ্বরী এলাকার শিশু মাসুদ রানাও। শিশুটি আনন্দে আত্মহারা হয়ে রঙ ছিটানোর সময় বাজারের ডেকোরেটর ব্যবসায়ী আলম হোসেনের গায়ে রঙ লাগে।
শুক্রবার দুপুরে এ ঘটনায় ডেকোরেটর ব্যবসায়ী ক্ষিপ্ত হয়ে তার সহযোগী ফরিদুলসহ ২/৩ জন মিলে শিশুটিকে দোকানের খুঁটির সঙ্গে বেঁধে বেদম মারধর করে।
ভারুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পন্ডিত বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শিশুটির বাবা মফিজুল হক নির্যাতনের অভিযোগে মামলা করেছেন। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, ১৫ এপ্রিল, ২০১৭
আরএ