ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

বৈশাখী মেলায় যেতে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
বৈশাখী মেলায় যেতে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা

বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলায় বৈশাখী মেলায় যেতে না দেওয়ায় বাবা-মার ওপর অভিমান করে কাজল আক্তার (১৫) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।

শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মহিষাকাঠী এলাকায় এ ঘটনা ঘটে।

কাজল মহিষাকাঠীর আনোয়ার মিয়ার মেয়ে।

সে মহিষাকাঠী বহুমুখী দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ছিল।

পরিবারের বরাত দিয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান বাংলানিউজকে জানান, বৈশাখী মেলায় বান্ধবীদের সঙ্গে যাওয়ার বায়না নিয়ে বাবা-মায়ের সঙ্গে মনোমালিন্য হয় কাজলের। পরে সে অভিমান করে ঘরের আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

ওসি জানান, তবে সুরতহালের প্রতিবেদনে প্রাথমিকভাবে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হবে বলে জানিয়েছেন ওসি।

বাংলাদেশ সময়: ০২৫৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
এমএস/আরআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।