হিসাবে-বেহিসাবে তেল কেনা চলছে বাসের। কিন্তু এতো তেল কি লাগে বিআরটিসির বাসে?
বিআরটিসির জোয়ার সাহারা ডিপোতেই এই সমস্যাগুলো দানা বেঁধেছে।
বুধবার সন্ধ্যায় সরেজমিন গিয়ে দেখা যায়, বিআরটিসি জোয়ার সাহারা ডিপো অফিসের ক্যাশ কাউন্টারে চালক-শ্রমিকদের দীর্ঘ লাইন ছিলো। গত বছরের পাওনা বেতন নিতেই এ লাইনে দাঁড়িয়েছিলেন তারা। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাতে অনেকেই ফিরে গেছেন বেতন না পেয়ে। বেতন না পাওয়াদের সংখ্যা চারশো’র ওপরে।
![বেতন নেই চালকদের, বিআরটিসির টাকা যাচ্ছে কোথায়?](http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/BRTA-in120170415080337.jpg)
জোয়ার সাহারাসহ কিছু ডিপোতে বেশকিছু বকেয়া বাকি থাকার ঘটনা সঠিক বলে বাংলানিউজকে জানিয়েছেন বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মিজানুর রহমান।
তিনি জানান, বেতন বেড়ে দ্বিগুণ হওয়ায় একটু সমস্যা হয়ে গেছে। আর জোয়ার সাহারায় বেতন নিয়ে সমস্যা আছে এটা ঠিক।
এ অবস্থায় জোয়ারসাহারা ডিপোর ম্যানেজারকে বদলি করা হয়েছে অন্যত্র। মতিঝিলে বিআরটিসির সদর দপ্তরে বৈঠক ডেকে লোকসানে পড়া জোয়ার সাহারা ও মিরপুর ১২ নম্বর ডিপোতে নতুন ম্যানেজার আনা হয়েছে।
জোয়ার সাহারা ডিপো সূত্র জানায়, ম্যানেজার পরিবর্তন হলেও জোয়ার সাহারা অফিসের পিয়ন-কন্ডাক্টরসহ কয়েকজনের একটি সিন্ডিকেট পুরো ডিপো নিয়ন্ত্রণ করে।
পিয়ন রবিউল, স্টোর কিপার দেলোয়ার, এসি বাসের হেডমাস্টার মশিউর, দু’তলা বাসের হেডমাস্টার ফারুক-এদের নিয়েই এই সিন্ডিকেট। এই চারজনের হাতে প্রতি মাসে লাখ লাখ টাকার নয়-ছয় হয়। যা উপরমহল জানে না। তাদের নিয়ন্ত্রণকর্তা সিবিএ সেক্রেটারি হাবিব।
তিনি তাদের প্রভাব বিস্তারের সুযোগ করে দেন। বিনিময়ে কমিশন আছে—এমন কথা এ ডিপোর সবার মুখে মুখে।
যোগাযোগ করা হলে সিবিএ সেক্রেটারি হাবিব বাংলানিউজকে পুরো অভিযোগ অস্বীকার করেন। বেতন নিয়মিত হচ্ছে এবং ডিপোতে কোনো সমস্যা নেই বলে দাবি তার।
কিন্তু চালক-শ্রমিকরা বেতন নিতে ডিপোতে ঘুরছেন—একথা তাকে জানালে তিনি চালকদের বেতন পরিশোধ বিলম্বিত হওয়ার সত্যতা স্বীকার করেন।
ডিপোতেই গিয়ে জানা গেছে, এসি বাসের চালকরা লিজ নেয়া কাউন্টার কোম্পানি থেকে দিনে ২০০ টাকা পান। যে টাকা থেকে ৫০ টাকা দিতে হয় মশিউরকে। আর তেল কেনায় নয়ছয় করেন রবিউল। দু’সপ্তাহ আগে একদিনে প্রায় ৪০ হাজার টাকার তেল কেনার অনিময়ম ধরা পড়লে হুলস্থুল পড়ে যায় ডিপোতে।
এখানে আগে ম্যানেজার ছিলেন এমন একজন বাংলানিউজকে জানান, রবিউল, মশিউর, ফারুক তারাই মূলত ডিপোর হর্তাকর্তা। তেল কিনে বেশি দামের ভাউচার দেখান রবিউল।
এ বিষয়ে জানতে চাইলে বিআরটিসির চেয়ারম্যান মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, দু’একটি ক্ষেত্রে অনিয়ম ধরা পড়ার পর ব্যবস্থা নেয়া হয়েছে। কিছুদিন আগে অনিয়মের কারণে কল্যাণপুর ডিপোতে মামলা করা হয়েছে।
জোয়ার সাহারার বিষয়টিতে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি। এছাড়া যে ডিপোগুলো অর্থসংকটে পড়েছে –সেগুলোতে ম্যানেজার পরিবর্তন করে দেয়া হয়েছে। এর মধ্যে পিছিয়ে পড়া মিরপুর ১২ থেকে একজন ভালো ম্যানেজার দেয়া হয়েছে বলেও জানান চেয়ারম্যান।
বাংলাদেশ সময়: ০৭৫৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
এসএ/জেএম/