ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

বাসর রাতে খালে ডুবে যুবকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
বাসর রাতে খালে ডুবে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুর: বিয়ের রাতে বাড়ির পাশের খালে গোসল করতে গিয়ে আমির হোসেন হেজু (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে লক্ষ্মীপুর পৌর সভার ৮ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ তেরোবেকী এলাকার রহমতখালী খালে ডুবে তার মৃত্যু হয়।

নিহত আমির হোসেন তেরোবেকী এলাকার আবদুল মিয়ার ছেলে।

ওই দিন দুপুরে পাশ্ববর্তী টুমচর গ্রামে তিনি বিয়ে করে বউ ঘরে তোলেন।

আমির হোসেনের চাচাতো ভাই শফিকুল ইসলাম জানান, তার ভাইয়ের মৃগী রোগ ছিলো। রাতে বাড়ির পাশে খালে গোসল করতে গেলে পানিতে ডুবে সে নিখোঁজ হয়। রাতে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। সকালে খালের পানিতে তার মরদেহ ভাসতে দেখা য়ায়।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
এএটি/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।