ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাসচালক খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
গাজীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাসচালক খুন

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের পূর্বচান্দনা এলাকায় ছুরিকাঘাত করে সুজন ভান্ডারী (২২) নামের এক বাস চালককে খুন করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৫ এপ্রিল) ভোরে পূর্ব চান্দনা এলাকায় রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত সুজন ওই এলাকার আলমগীরের ছেলে।

 

নিহতের বাবা আলমগীর জানান, দীর্ঘদিন ধরে গাজীপুর পরিবহনের বাস চালাতো সুজন ভান্ডারী। প্রতিদিনের মতো বাসা থেকে ভোরে বাস চালাতে শিমুলতলী এলাকার উদ্দেশে বের হয়। একপর্যায়ে রেললাইনের পাশ দিয়ে হেটে পূর্ব চান্দানা বিহারীবাড়ি এলাকায় পৌঁছালে জয় নামে এক যুবক সুজনের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় সুজন গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীরা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।  

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
আরএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।