ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ছাদিকুল হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
 ছাদিকুল হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ ছাদিকুল হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ-ছবি: অপু দত্ত

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বাসিন্দা ছাদিকুল ইসলাম হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ।

শনিবার (১৫ এপ্রিল) সকালে মহালছড়ি উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন- বাঙালি ছাত্র পরিষদের নেতা নিহত ছাদিকুরের বড় ভাই রফিকুল ইসলাম, স্থানীয় মেম্বার আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাসুদ, ছাত্রলীগের সভাপতি জিয়াউর রহমান, বাঙালি ছাত্র পরিষদের উপজেলা সহ সভাপতি শাহাদাৎ হোসেন প্রমুখ।

মানববন্ধন থেকে ছাদিকুলের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় হরতাল, অবরোধের মত কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

এদিকে শনিবার সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন  মহালছড়ি উপজেলা পরিষদ পরিদর্শনে গেলে স্থানীয়রা ছাদিকুল ইসলাম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিভাগীয় কমিশনারের কাছে স্বারকলিপি জমা দেন। এসময় জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন

এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সুষ্টুভাবে তদন্ত করা হচ্ছে। হত্যকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

গত ১০ এপ্রিল খাগড়াছড়ির মহালছড়িতে ভাড়ায় মোটরসাইকেল চালক ছাদিকুল ইসলাম নিখোঁজ হন। তিনদিন পর গত বৃহস্পতিবার রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি এলাকায় মাটি চাপা দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্বার করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।