ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

কালুখালীতে গাঁজা গাছসহ চাষি আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
কালুখালীতে গাঁজা গাছসহ চাষি আটক গাঁজা গাছসহ চাষি আটক-ছবি: বাংলানিউজ

রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালী উপজেলায় বিপুল পরিমাণ গাঁজা গাছসহ মো. আরিফুল ইসলাম আরিফ (২৪) নামে এক চাষিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শনিবার (১৫ এপ্রিল) ভোরে উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের কয়ারদীপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আরিফুল ওই গ্রামের মো. মোয়াজ্জেম বিশ্বাসের ছেলে।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের দুই নম্বর কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে বাড়ির পার্শ্ববর্তী নিজ জমিতে কলা বাগানের আড়ালে গাঁজা চাষ করে আসছিলেন আরিফুল। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার কলা বাগানে লুকানো অবস্থায় চাষকৃত বিপুল পরিমাণ গাঁজাসহ তাকে আটক করে কালুখালী থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে কালুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।