শনিবার (১৫ এপ্রিল) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেসিনত্রা মরমু (২৭) ও তার বাবা ভ্যান চালক পুতুলা মুরমু (৫৪)।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি কোচ মির্জাপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় যাত্রী ও তার মেয়ে জেসিনত্রাকে বিরামপুর উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
জেডএম/