এসময় ইয়াবা ট্যাবলেট প্যাকিং করার একটি সেলাই মেশিন, এক প্যাকেট ফুয়েল পেপার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার অনন্তপুর জুড়ি গ্রামের মৃত বুলু শেখের ছেলে।
শনিবার (১৫ এপ্রিল) দুপুরে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান পিএসসি বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার দিকে তার নেতৃত্বে ওই এলাকায় আলতাফ হোসেনের ভাড়া দেওয়া বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
রুবেল ওই বাড়ির নিচ তলায় ভাড়া থাকতো। পরে রান্না ঘরে কাগজের শপিং ব্যাগের মধ্যে বিশেষ কায়দায় রাখা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটক রুবেল ইসলাম বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে বগুড়াসহ বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেটের পাইকারি ব্যবসা চালিয়ে আসছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
এমবিএইচ/এএটি/জেডএম