শনিবার (১৫ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রহমত আলী মহানগরীর পঞ্চবটি খরবোনা এলাকার মৃত সমেদ আলীর ছেলে।
রাজশাহী বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বাংলানিউজকে জানান, কারাগারের সামনের রাস্তা দিয়ে নিউ গভ. ডিগ্রি কলেজের দিকে যাচ্ছিলেন রহমত। এ সময় পেছন থেকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহমতকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ব্যাপারে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হবে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
এসএস/ওএইচ/