ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ধুনটে ট্রাকের ধাক্কায় দোকান কর্মচারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
ধুনটে ট্রাকের ধাক্কায় দোকান কর্মচারীর মৃত্যু

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় বালু বহনকারী ট্রাকের ধাক্কায় আহত দোকান কর্মচারী কার্তিক চন্দ্র দাসের (২৫) মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কার্তিক চন্দ্র দাস ধুনট পৌর এলাকার দাসপাড়া গ্রামের বাদল চন্দ্র দাসের ছেলে।


 
শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) আশুতোষ বাংলানিউজকে নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
 
স্থানীয়রা জানান, শনিবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে বাড়ি থেকে অটোভ্যানযোগে ধুনট বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে আসছিলেন কর্মচারী কার্তিক চন্দ্র দাস। পথিমধ্যে ধুনট-গোসাইবাড়ি সড়কের সদরপাড়া মোড়ে পৌঁছুলে পিছন দিক থেকে আসা বালু বহনকারী একটি ট্রাক (বগুড়া ড ১১-১৭৫৯) ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে কার্তিক গুরুতর আহত হন।
 
পরে তাকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।  
 
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
এমবিএইচ/এসআরএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।