ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

তালার সরুলিয়ায় গড়ে তোলা হচ্ছে সজনে বাগান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
তালার সরুলিয়ায় গড়ে তোলা হচ্ছে সজনে বাগান

সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গড়ে তোলা হচ্ছে ওষুধি সবজি সজনের বাগান। 

শনিবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার পাটকেলঘাটা থানার কালিবাড়ীর পাশে সজনে বাগান সৃজন কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ।  

এ সময় আরো উপস্থিত ছিলেন- তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান প্রমুখ।

 

সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান বাংলানিউজকে জানান, সজনে অনেক রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। তাই জনগণকে সজনে চাষে এবং খেতে উদ্বুদ্ধ করতে সজনে বাগান গড়ে তোলা হচ্ছে। এ কর্মসূচির আওতায় এক হাজার সজনের ডাল রোপণ করা হবে।  

প্রসঙ্গত, এর আগে তালা উপজেলার কপোতাক্ষ নদের পাড়ে একইভাবে দুই লাখ তালের বীজ রোপণ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।