ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

এমপিদের ফ্ল্যাটে অন্য কেউ থাকতে পারবে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
এমপিদের ফ্ল্যাটে অন্য কেউ থাকতে পারবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: সংসদ সদস্যদের (এমপি) আবাসনের জন্য নির্ধারিত ফ্ল্যাটে অন্য কেউ থাকতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ন্যাম ফ্ল্যাটে শুধু এমপি থাকবে। যারা নিজেরা না থেকে ফ্ল্যাট নিয়ে রেখেছেন তাদের নাম কাটা যাবে।

শনিবার (১৫ এপ্রিল) দুপরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন শেরেবাংলা নগরে জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবনির্মিত ভবনগুলো উদ্বোধনকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ওখানে শুধু সংসদ সদস্যরা পরিবার নিয়ে বা নিজেরা যারা থাকবেন। আমি পার্টিতে বলেছি শোনেন নাই, আজকে পাবলিকলি বললাম।

বিষয়টি নিশ্চিত করার তাগিদ দিয়ে তিনি বলেন, চিফ হুইপকে বললাম, যদি ব্যবস্থা না নেন তবে তার ব্যবস্থা আমি নেব। স্পিকারের এব্যাপারে মতামত চাই।

নাখালপাড়া এমপি হোস্টেলের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যারা নিজেরা না থেকে লোক রাখবেন, ড্রাইভার রাখবেন, কাজের লোক বা নিজের ক্যাডার রাখবেন, কর্মকর্তা রাখবেন। কোথায় রাখবেন আমি জানি না। এভাবে যারা নিজেরা থাকবেন না, তারা নাখালপাড়ায় এমপি হোস্টেল আছে, ওখানে থাকবেন। ওটাও আমাদের করে দেয়া।

এমপিদের থাকার জায়গা নষ্ট হয়ে গেছে এমন দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, এমপিদের থাকার জায়গা নড়বড়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কিন্তু এটাতো এত তাড়াতাড়ি খারাপ হওয়ার কথা না।

তিনি বলেন, এমপিরা ন্যামে ফ্ল্যাট নিবেন। কেউ থাকবেন না। যাদের রাখার ব্যবস্থা করেন তারা ওখানে থেকে রক্ষণাবেক্ষণ, ব্যবহারের প্রতি ওভাবে যত্নবান না। এটা হলো বাস্তবতা।

শেখ হাসিনা বলেন, এরপর কারো ফ্ল্যাট নষ্ট হলে এমপিদের কাছ থেকে টাকা কেটে নেবো। ... ছাড়বো না।

রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে সবাইকে যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারি মাল দরিয়া মে ঢাল, এই মানসিকতা যেন না থাকে।

তিনি বলেন, সরকার কার? সরকার আপনাদের। টাকাটা কার? টাকাটা আপনাদের। দেশের মানুষের টাকা। কাজেই প্রতিটি সরকারি জিনিস যেন সুরক্ষিত থাকে এবং সেটার মেইনটেন্যান্স যেন ভালো থাকে।

পানি ও বিদ্যুত ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এক লিটার পানি শোধন করতে অনেক টাকা খরচ হয়। এজন্য পানি সাশ্রয় করতে হবে।

উদাহরণ হিসেবে নিজে বিদ্যুতের সুইচ বন্ধ করা এবং পানির সাশ্রয়ী ব্যবহারের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী

সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪৪৮টি ফ্লাটের উদ্বোধন করে রাজধানীর পাশাপাশি সারা দেশে সরকারি কর্মকর্তাদের আবাসন সমস্যা নিরসনে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, চিফ হুইপ আ স ম ফিরোজ।

এর আগে প্রধানমন্ত্রী দৈনিক বাংলা মোড়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিপিং করপোরেশনের নবনির্মিত ২৫তলা বাণিজ্যিক ভবন এবং কাকরাইলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন সুপ্রিম কোর্টের বিচারপতিদের জন্য নবনির্মিত বহুতল আবাসিক ভবনের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
এমইউএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।