ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

বেলকুচিতে পাওনাদারের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
বেলকুচিতে পাওনাদারের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে পাওনাদারের হামলায় আহত আলতাফ হোসেন সরকার (৬০) নামে এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার চালা মহল্লার নিজ বাড়িতে তিনি মারা যান।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, আলতাফ সরকারের কাছে একই গ্রামের ইউসুফ আলী মিন্টু ও আবু সাঈদের ২০০০ টাকা পাওনা ছিল।

২০ জানুয়ারি আলতাফ হোসেনের কাছে পাওনাদারেররা ওই টাকা ফেরত চান। পাওনা টাকা দিতে না পারায় পাওনাদারেররা তাকে পিটিয়ে গুরুতর আহত করেন।

পরে তাকে উদ্ধার করে বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আর্থিক অসচ্ছলতার কারণে গত ২৭ মার্চ আলতাফকে বাড়ি এনে চিকিৎসা করানো হচ্ছিলো। এ অবস্থায় শনিবার বিকেলে তিনি মারা যান।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। মারপিটের ঘটনার পর আলতাফের ছেলে বাদি হয়ে মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।