সরেজমিনে দেখা গেছে, সুপার শপটি বিক্রি বাড়াতে অভিনব সব পন্থায় ফাঁদ পেতেছে। এতে ক্রেতারা বুঝে ওঠার আগেই গচ্চা দিচ্ছেন কাড়িকাড়ি টাকা।
বিস্কুট, চকলেট, শেভিং টুলস, প্রসাধনী, ভোজ্য পণ্য, বাজার-সদাইসহ সব পণ্যেই দিচ্ছে ছাড়। তবে এই ছাড়ের আড়ালে যে ফাঁদ রয়েছে তা বুঝে ওঠা দায়। তার ওপর পণ্যের গায়ে যে দাম লেখা তাতেও রয়েছে ধাপ্পাবাজি।
হেভক বডি স্পে'র গায়েই যেমন ২৬৩ টাকা আগোরার স্টিকারে মূল্য লেখা। কিন্তু সুপার শপটির মগবাজার শাখায় এর দাম পরিশোধ করতে হলো ২৭৪ টাকা। বিক্রয় কর্মী মহসীন জানালেন, ৪ শতাংশ ভ্যাটসহ দাম নেওয়া হয়েছে। যদিও দাম এসেছে ২৭৩ দশমিক ৫২ টাকা। এভাবে প্রতিটি পণ্যের গায়েই ভ্যাট ছাড়াই মূল্য লেখা হয়েছে। এটাও তাদের পকেট মারার কৌশল বলে অভিযোগ করলেন তৌহিদুর রহমান নামের এক ক্রেতা। তিনি বলেন, এরা 'ধাপ্পাবাজ'।
![আগোরায় একটি কিনলে একটি ফ্রি প্রতারণা। ছবি: ইকরাম উদ দৌলা](http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/220170415185001.jpg)
আবার একটি কিনলে একটি ফ্রি, দুইটি কিনলে একটি ফ্রি এমন আহ্বান জানাচ্ছে আগোরা। মূলত যে পণ্যের গুণগত মান ভালো না সেসব পণ্যেই এমন ছাড় দিচ্ছে।
অন্যদিকে সবচেয়ে বড় প্রতারণাটাই করছে প্লেনে কক্সবাজার বা সিলেটে যাতায়াতসহ তিন দিন দুই রাত থাকার সুযোগ সৃষ্টির কথা বলে। এ প্রচারণার ফলে ক্রেতারা শপটিতে যাচ্ছেন, ব্যাগ ভরে বাজার করছেন ঠিকই, কিন্তু শুভঙ্করের ফাঁকি বুঝতে পারছেন পরে।
ক্রেতার বাজারের অংশ ১ হাজার ৬শ’ টাকার ঘর না ছুঁলে তিনি এ অফারের আওতাতেই পড়ছেন না। অন্যদিকে ফেস্টুন টানিয়ে কেবল ভ্রমণের প্রচারণা চালানো হচ্ছে। কিন্তু থাকা-খাওয়ার জন্য যে টাকা পরিশোধ করতে হবে তা কোথাও জানার ব্যবস্থা রাখা হয়নি।
মগবাজারে সুপার শপটির ভেতর গিয়ে দেখা গেছে, শপের পুরোটা জুড়েই প্লেনে ভ্রমণের সুযোগ দেওয়ার কথা লেখা। যা পাওয়া যাবে কেবল ১ হাজার ৬শ’ টাকার বাজার করলে। এক্ষেত্রে প্রতি সপ্তাহে এই অংকের বাজারকারীদের মধ্যে লটারি করে দুই জনকে বাছাই করা হবে। যারা কক্সবাজার অথবা সিলেটে তিন দিন দুই রাত ভ্রমণের সুযোগ পাবেন। এতে ছয়টি কিস্তিতে প্রতি মাসে পরিশোধ করতে হবে ১ হাজার ৯শ’ ৯৯ টাকা!
![আগোরায় অফারের আড়ালে কিস্তিতে ভ্রমণ প্যাকেজ। ছবি: ইকরাম উদ দৌলা](http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/320170415185054.jpg)
হাসান আতিকুর রহমান সুপার শপটিতে ঢুকে হাজার টাকার কাছাকাছি বাজার করার পর জানতে পারলেন শুভঙ্করের ফাঁকিটি। বাংলানিউজকে তিনি বলেন, টাকা দিয়েই নিতে হবে এ সুযোগ! অথচ বাজার করে আবার লটারিতেও জিততে হবে। এটা ক্রেতা ধরার ফাঁদ ছাড়া কিছুই না।
এ বিষয়ে আগোরার মগবাজার শাখার কর্মকর্তা মো. মোস্তফা বাংলানিউজকে বলেন, আকাশ ভ্রমণের সুযোগটি ১ হাজার ৬শ’ টাকার বাজার করলে লটারির মাধ্যমে সপ্তাহে দুই জন ক্রেতা পাবেন। আর ওখানে থাকা খাওয়ার ব্যবস্থাও করা হবে। তবে এজন্য কিস্তিতে খরচ বহন করতে হবে।
পণ্যের গায়ে ভ্যাটসহ দাম লেখা নেই কেন, আর সব পণ্যেই কেন ছাড় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সিস্টেমটাই এমন যে ভ্যাট যোগ করেই দাম নেওয়া হয়। আর ছাড়টা হচ্ছে পলিসি। কিন্তু গুণগত মানের কোনো সমস্যা নেই। সামান্য ত্রুটি থাকলে তা আমরা বিক্রেতাকে দিই না।
**আগোরায় ‘বিগ সেভার’ ঠকবাজি
বাংলাদেশ সময়ঃ ১৮১০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
ইইউডি/জেডএম