শনিবার (১৫ এপ্রিল) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনী ও সহ সাধারণ সম্পাদক অর্জুন কুমার চক্রবর্তীর পরিচালনায় মানববন্ধনে বক্তারা সুনামগঞ্জ ফসল রক্ষা বাধের স্থায়ী সমাধান, বাঁধ নির্মাণে সেনাবাহিনীকে দায়িত্ব প্রদান, বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি, জনমহাল সমূহ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া, নদী খনন, কৃষিঋণ মওকুফ, নতুন ঋণ-বীজ-সার প্রদান, দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াসহ বিভিন্ন দাবি জানান।
মানবববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের অন্যতম উপদেষ্টা মঈনউদ্দিন ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন, প্রাক্তন ব্যাংক কর্মকর্তা রুমেন্দ্র চৌধুরী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মনোরঞ্জন সরকার, সুনামগঞ্জ জেলা বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি সিনিয়র আইনজীবী শহিদুজ্জামান চৌধুরী, অধ্যাপক পান্ডব মজুমদার, অধ্যক্ষ সিফত আলী, অধ্যাপক অলক চৌধুরী, শাবি ছাত্রনেতা মৃন্ময় তালুকদার ঝুটন, সাধারণ সম্পাদক জ্যোতিষ মজুমদার, সাংগঠনিক সম্পাদক বিজন তালুকদার, দপ্তর সম্পাদক অবিনাশ সরকার, কার্যকরী সদস্য সুব্রত দাস, যোগেশ্বর চক্রবর্তী, ছাত্রনেতা লিংকন রায়, সন্দ্বীপন সরকার, মিজানুর রহমান, সনেট রায়, নিকলেশ দাস, তালহা আহমদ, টিংকু চৌধুরী, মুকুল চন্দ্র দাস প্রমুখ।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- সিলেট জজ আদালতের এপিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম, এপিপি অ্যাডভোকেট শাহজাহান চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট বিভাগের গভর্নর ড. আর কে ধর, সিলেট জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসেন আহমদ, প্রাক্তন কমিশনার জগদীশ দাস, মদন মোহন কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতি অরুন দেবনাথ সাগর, বাংলাদেশ প্রগতি লেখকসংঘ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাধব রায় প্রমুখ। এছাড়া কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
এনইউ/বিএস