শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনার ২৪ ঘণ্টা পর শনিবার (১৫ এপ্রিল) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে অপরজন মারা যান।
নিহতরা হলেন, দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোশারফ (৬০) ও রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজের গ্রামীণ ব্যাংকের ম্যানেজার মো. হাবিব (৩৫)।
শুক্রবার বিকেল ৫টায় উপজেলা সদরে একটি বিয়ে অনুষ্ঠানে যাওয়ার সময় দশমিনা কালাইয়া সড়কের আমতলায় তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ১০ বছরের শিশু জুঁইসহ তিনজনই গুরুতর আহত হন।
আহতদের প্রথমে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে একজনকে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল ও অপরজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম।
জুঁই শের ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
এমএস/বিএস