ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

নববর্ষ উপলক্ষে বগুড়ায় ফ্রি চিকিৎসা ক্যাম্প

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
নববর্ষ উপলক্ষে বগুড়ায় ফ্রি চিকিৎসা ক্যাম্প ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। ছবি: আরিফ জাহান

বগুড়া: বাংলা নববর্ষ-১৪২৪ উপলক্ষে বগুড়া শহরের সুবিল স্কুল মাঠে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। অনলাইন সাহায্য সংস্থা ‘স্বপ্নছোঁয়া’র আয়োজনে এ চিকিৎসাসেবা দেওয়া হয়।

শনিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন।
 
জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা ক্যাম্পে দিনব্যাপী রোগী দেখেন ও রোগীদের ফ্রি ওষুধ সরবরাহ করেন।


 
শহরের ফুলবাড়ি, বৃন্দাবনপাড়া, আটাপাড়া, কাটনারপাড়াসহ বিভিন্ন এলাকার দুই শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাসেবা দেওয়া হয়।  

বগুড়া পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. তৌহিদুল ইসলাম বিটুর সভাপতিত্বে ও তুহিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পৌরসভার প্যানেল মেয়র নিলুফা কুদ্দুস, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ মন্ডল, স্বপ্নছোঁয়া’র সভাপতি আমিনুর আশিক, অনলাইন রক্তদান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল রানা, অনুষ্ঠানের ব্যবস্থাপক নিয়ামুল হক রুনু, রাকিবুজ্জামান তিতাস প্রমুখ।
 
এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
এমবিএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।