ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ছাপাখানায় কাজ করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
ছাপাখানায় কাজ করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর শ্যামপুর ১নং রোড বালুর মাঠ এলাকায় ড্রিমল্যান্ড মিডিয়া নামে এক ছাপাখানায় কাগজের রোল মাথায় পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে পলাশ (২৫) নামে ওই শ্রমিক মারা যান।

সহকর্মী সুজন জানান, ছাপাখানায় কাজ করার সময় সন্ধ্যায় হঠাৎ একটি কাগজের রোল মাথায় পড়ে গুরুতর আহত হন তিনি।

তখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেকের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
ইইউডি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।