ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

‘শেখ হাসিনার সরকারের আমলেই তিস্তা চুক্তি হতে পারে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
‘শেখ হাসিনার সরকারের আমলেই তিস্তা চুক্তি হতে পারে’ আলোচনা সভায় বক্তারা। ছবি: বাংলানিউজ

ঢাকা: বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলেই তিস্তা চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা।

ভারতের সংবিধান প্রণেতা ড. বি আর আম্বেদকরের ১২৬তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় এ আশা প্রকাশ করা হয়।

শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে যৌথভাবে এ সভার আয়োজন করে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশ–ভারত মৈত্রী সমিতি।

সভায় বক্তারা বলেন, ‘মুক্তিযুদ্ধের পর পরই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ঐকান্তিক প্রচেষ্টায় দুই দেশের জনগণের সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ–ভারত মৈত্রী সমিতি গঠিত হয়। এ সমিতির বিভিন্ন প্রচেষ্টায় দুই দেশের মধ্যে জটিলতা অনেকটাই কমে গেছে। আরো যে সমস্যাগুলো আছে, সমিতির পক্ষে থেকে সেগুলোও কমানোর কথা রয়েছে’।

‘সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করেছেন। এ সফরে তিস্তা চুক্তি হয়নি। তবে পানি কেউ আটকে রাখতে পারবে না। বাংলাদেশের জনগণ তাদের ন্যায্য হিস্যা পাবেই। সম্ভবত এ সরকারের আমলেই তিস্তা চুক্তি হবেই’।

সমিতির সভাপতি প্রফেসর একে আজাদ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ভারতীয় হাইকমিশনের কনস্যুলার অরুন্ধুতি দাস, বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম ও সমিতির সাধারণ সম্পাদক সুবীর কুশারি।


ড. আম্বেদকর (বাবা সাহেব) ১৮৯১ সালের ১৪ এপ্রিল জন্মগ্রহণ করেন। মারা যান ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর। তিনি স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ও সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
ইএস/আরআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।