শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পি রানী রায় এ আদেশ দেন।
এরআগে সকালে রায়পুর মেঘনা নদীতে মাছ ধরার সময় কোস্টগার্ড ও মৎস্য বিভাগ অভিযান চালিয়ে তাদের আটক করে।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন, উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের ওসমান গনি, হাসেম মাল, গিয়াস উদ্দিন, নুরের জামান, ফারুক লস্কর, আলমগীর লস্কর, হাসান, মেজবা সর্দার, জলিল মাঝি, হুমায়ুন কবির ও মাঈন উদ্দিন।
রায়পুর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতি পর্যন্ত ১০০ কিলোমিটার মেঘনা নদীতে সব প্রজাতির মাছ ধরা নিষিদ্ধ। এ সময় জেলেরা আইন অমান্য করে জাটকা ধরার দায়ে তাদের আটক করা হয়। পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে প্রত্যেককে একবছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
আইএ