সকাল ৮ টা থেকে লামচর ইউনিয়নে চেয়ারম্যান পদে এবং ওই দুইটি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে উপ-নির্বাচন শুরু হবে। ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।
লক্ষ্মীপুর জেলা ও রামগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, লামচর ইউনিয়নের চেয়ারম্যান পদে ৯টি ভোট কেন্দ্রে ৪৯টি ভোটকক্ষের ব্যবস্থা করা হয়েছে। এ ইউনিয়নে মোট ১৭ হাজার ৮৭ ভোটার। নারী ভোটার ৮ হাজার ৫৫২ ও পুরুষ ভোটার ৮ হাজার ৫৩৫জন।
কাঞ্চনপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পদে নির্বাচনে ১টি কেন্দ্রের ৫টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। ওয়ার্ডে ভোটার সংখ্যা ১ হাজার ৫৬১জন। পুরুষ ৭৮২ ও নারী ৭৭৯জন।
লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৮ নম্বর ওয়াডের্র উপনির্বাচনে ১টি কেন্দ্রে ৪টি ভোট কক্ষ থাকছে। মোট ভোটার ১ হাজার ৬০২ জন। পুরুষ ৮৪৪ ও নারী ৭৫৮জন।
লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।
প্রসঙ্গত, লামচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং ওই দুইটি ওয়ার্ডে দুইজন সাধারণ সদস্যের মৃত্যুজনিত কারণে পদ শূন্য হয়, যে কারণে উপনির্বাচন হচ্ছে। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী মাহেনারা পারভিন পান্না ও বিএনপি’র প্রার্থী ফেরদৌসী সুলতানা।
বাংলাদেশ সময়: ০৫০৩ ঘন্টা, এপ্রিল ১৬, ২০১৭
আরআই