শনিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার বালিয়াটী ইউনিয়নের ভাঙ্গাবাড়ি এলাকায় ওই ঘটনা ঘটে।
এ ব্যাপারে আহত রৌশনারার দেবর রফিক হোসেন জানান, ভাঙ্গাবাড়ি খেলার মাঠ সংলগ্ন আমার ভাই দেলোয়ার হোসেন এবং শুকুর আলী ৩৬ শতাংশ জমিতে বাড়ি করে বসবাস করে আসছে।
পরে ওই বিষয়টি নিয়ে স্থানীয় চেয়ারম্যানের সাথে আলাপ করা হলে তিনি সমাধানের আশ্বাস দেন। এরই মধ্যে শনিবার সন্ধ্যায় মাঠে ফুটবল খেলা শেষে একই এলাকার মিজানের ছেলে সাদ্দাম, মৃত হবির ছেলে আমিন, সুবর হোসেনের ছেলে আবু তালিবসহ প্রায় ২৫/৩০ জন লোক বাড়িতে এসে হামলা চালায়। তার ভাই দেলোয়ার হোসেন ও শুকুর আলী বর্তমানে প্রবাসে কর্মরত বলে জানান তিনি।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বাংলানিউজকে জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ওই হামলার ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৭০৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
আরআই