ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ভোলার ৩টি ইউনিয়নে ভোট রবিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
ভোলার ৩টি ইউনিয়নে ভোট রবিবার

ভোলা: ভোলার দৌলতখান ও মনপুরা উপজেলার ৩টি ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হচ্ছে রোববার (এপ্রিল ১৬)। ইউনিয়ন ৩টি হচ্ছে দৌলতখানের সৈয়দপুর ও হাজিপুর এবং মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়ন। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

হাজিপুর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হিসাবে বেসরকারিভাবে নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হামিদুর রহমান টিপু। অন্যদিকে সাধারণ সদস্য পদেও নির্বাচন হবে মাত্র ২টি ওয়ার্ডে।

একই উপজেলার সৈয়দপুর ইউনিয়নে  চেয়ারম্যান পদে ২ জন এবং মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদন্দ্বিতা করছেন। দুই ইউনিয়নে সদস্য পদে প্রার্থী অর্ধশতাধিক।

উপজেলা রির্টারিং অফিস থেকে জানা গেছে, মনপুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৪ প্রার্থী। এছড়াও পুরুষ সদস্য পদে ৩২ এবং নারী সদস্য পদে ৯ জন প্রার্থী লড়ছেন। ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৩৬০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৫ হাজার ৭১১ জন এবং ৫ হাজার ৫৪৯জন।

এদিকে, যে  কোনো ধরনের অপ্রীতিকর  পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেন  বলেন, সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রশাসনের পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়াও রয়েছে বিজিপি, র‌্যাব, কোস্ট গার্ড ও আনসার সদস্যরা।

জেলা নিবার্চনী অফিসার মো. হেলাল উদ্দিন বলেন,  ভোট কেন্দ্রে নির্বাচনকে সুষ্ঠু সুন্দর ও নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা  নেওয়া হয়েছে। আশা করছি একটি উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হবে।

বাংলাদেশ সময়: ০৭২১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।