ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

রামগতিতে চাঁদা আদায়ের অভিযোগ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
রামগতিতে চাঁদা আদায়ের অভিযোগ আটক ১ লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনায় জেলেদের কাছ থেকে কোস্টগার্ডের নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগে মাহফুজ (৪৫) নামে এক মাঝিকে আটক করেছে কোস্টগার্ড।

শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চর সেকান্দর এলাকা থেকে চাঁদাবাজির ৮ হাজার টাকাসহ তাকে আটক করা হয়।

আটক মাহফুজ মাঝি উপজেলার সবুজগ্রাম এলাকার মো. ইউছুফের ছেলে।

রামগতি কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার তছলিম উদ্দিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে কোস্টগার্ডের নামে জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলো।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বাংলানিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
আরআইএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।