রোববার (১৬ এপ্রিল) সকালে রূপগঞ্জ উপজেলার আউখাব এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনায়েত মিয়া উপজেলার গোলাকান্দাইল পাঁচ নম্বর ক্যানেল এলাকার মনু মিয়ার ছেলে।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল আলম বাংলানিউজকে জানান, সকালে গোলাকান্দাইল নতুন বাজার এলাকার লোকাল রাস্তা থেকে দুই যাত্রী নিয়ে একটি রিকশা আউখাব এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ওঠে। এসময় দ্রুতগামী ইটবাহী একটি ট্রাক রিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রিকশা যাত্রী এনায়েত নিহত হন। এসময় আহত হন রিকশার আরেক যাত্রী ও চালক।
ট্রাকসহ এর চালক ও হেলপারকে আটক করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এসআই