ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

পরিবহনখাতে শৃঙ্খলা না আসা পর্যন্ত অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
পরিবহনখাতে শৃঙ্খলা না আসা পর্যন্ত অভিযান ওবায়দুল কাদের নিজে উপস্থিত থেকে বেশ কয়েকটি গাড়ির বাম্পার অপসারণ করান। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: রাজধানীতে ‘সিটিং’ সার্ভিস বন্ধ এবং যানবাহনের বাম্পার অপসারণ ও অন্যান্য অনিয়ম বন্ধে অভিযান পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরিবহন খাতে শৃঙ্খলা না আসা পর্যন্ত অভিযান চলবে।

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে রোববার (১৬ এপ্রিল) সকাল পৌনে ১০টায় এ অভিযান পরিদর্শন করছিলেন তিনি। পরে সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের।

অপসারণ করা হচ্ছে একটি গাড়ির বাম্পার।  ছবি: জিএম মুজিবুরমন্ত্রী বলেন, বাম্পার অপসারণ ও অন্যান্য অনিয়ম বন্ধে এ অভিযান শুরু হয়েছে। এটা পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত চলবে। আইনের মাধ্যমেই পরিবহন খাতের বিশৃঙ্খলা সমাধান করে শৃঙ্খলা আনা হবে। এখানে কাউকে কোনো ছাড়া দেওয়া হবে না।  

‘সিটিং’ সার্ভিস বন্ধের ফলে যাত্রী হয়রানির আশঙ্কা আছে কিনা- এমন এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলে, নিয়মের মধ্যে সবাই এলে কোনো সমস্যাই হবে না। যাত্রীদের ভোগান্তি রোধেই আমরা ব্যবস্থা নিচ্ছি। মানুষের ভোগান্তি বন্ধ না হওয়া পর্যন্ত আমরা কাজ করবো।

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।  ছবি: জিএম মুজিবুরসাতরাস্তা মোড়ে সকাল ৮টা থেকেই নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুস সালামের নেতৃত্বে বাম্পার অপসারণের কাজ শুরু হয়। এ সময় কিছু গাড়ি চালককে অনিয়মের দায়ে জরিমানাও করা হয়।  

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী নিজে উপস্থিত থেকে বেশ কয়েকটি ট্রাকের বাম্পার অপসারণ করান। পুরো অভিযানের কার্যক্রমও পরিদর্শন করেন ওবায়দুল কাদের। বিআরটিএ’কে অভিযানের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়েও তাগিদ দেন তিনি।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
ইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।