ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
নরসিংদীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

নরসিংদী: নরসিংদীর শিবপুর উপজেলায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো কয়েকজন।

রোববার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে শিবপুরের কোন্দালপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বিল্লাল, আবুল হোসেন, রাসেল এবং অজ্ঞাত এক নারী।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বাংলানিউজকে জানান, সকালে দু'টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মারা যান। এসময় আহত হন অন্তত আটজন। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা সদর হাসপাতালে নেওয়ার পর আরো তিনজনের মত্যু হয়। নিহতদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।