রোববার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে শিবপুরের কোন্দালপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বিল্লাল, আবুল হোসেন, রাসেল এবং অজ্ঞাত এক নারী।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বাংলানিউজকে জানান, সকালে দু'টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মারা যান। এসময় আহত হন অন্তত আটজন। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা সদর হাসপাতালে নেওয়ার পর আরো তিনজনের মত্যু হয়। নিহতদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এসআই