ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ইবির বাস দুর্ঘটনায় আহত ২৫

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
ইবির বাস দুর্ঘটনায় আহত ২৫

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের জন্য ভাড়া করা বাসের সঙ্গে আরেকটি বাসের সংঘর্ষে দুই ইবি শিক্ষার্থীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সকালের শিফটের ফিরতি বাস কুষ্টিয়া যাচ্ছিল।

পথে কুষ্টিয়া-খুলানা মহসড়কের ভাদালিয়া নামক স্থানে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাসের সঙ্গে এই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ কমপক্ষে ২৫ জন আহত হন।  

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।