রোববার (১৬ এপ্রিল) বেলা ১১টায় খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে ‘নব-নির্বাচিত সদস্যদের অভিষেক ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক (অতি. দায়িত্ব) টিএম জাকির হোসেন শপথ পাঠ করান।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর খুলনা অঞ্চল এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান, বিশেষ অতিথি খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ ও জেলা প্রশাসক নাজমুল আহসান।
মিজানুর রহমান বলেন, কিশোর বয়স থেকে শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্রচর্চার মানসিকতা সৃষ্টির লক্ষ্যে সরকার এ মহৎ উদ্যোগ নিয়েছে। যা ছাত্র-ছাত্রীদের নৈতিক শিক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল করবে।
উপাচার্য ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, আমি একসঙ্গে এতো প্রধানমন্ত্রী ও মন্ত্রী কখনও দেখিনি। জাতিসংঘ অধিবেশনেও অনেক রাষ্ট্র প্রধানের সম্মেলন ঘটে। কিন্তু এতো প্রধানমন্ত্রী ও মন্ত্রীর সমাবেশ ঘটে না।
এ সময় তিনি ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি বড় মনিষীদের বই পড়ে জীবন গঠন করার পরামর্শ দেন।
সভাপতি টিএম জাকির হোসেন বলেন, কোমলমতি শিশু-কিশোদের মধ্যে গণতন্ত্রচর্চার জন্য দেশের মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে এ নির্বাচন চালু করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টি হবে।
ক্ষুদে শিক্ষার্থীদের এ সুশৃঙ্খল গণতন্ত্রচর্চার একটি ইতিবাচক প্রভাব জাতীয় পর্যায়ে পড়বে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি।
তিনি জানান, চলতি বছরের ৩০ মার্চ উৎসবমুখর পরিবেশে খুলনা মহানগরীতে ৪টি মাদ্রাসা এবং ৯৪টি মাধ্যমিক বিদ্যালয়ে ‘স্টুডেন্টস কেবিনেট নির্বাচন-২০১৭’ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ৭৮৪ জন কেবিনেট নির্বাচিত হয়। যার মধ্যে ৯৮ প্রধানমন্ত্রী ও ৬৮৬ মন্ত্রী।
অনুষ্ঠানে শিক্ষক, বিদ্যালয় পরিচালনা পর্ষদ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, এপ্রিল ১৬,২০১৭
এমআরএম/জিপি/জেডএস